ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান Flight Lietenant Matiur Rahman জন্ম- ১৯৪১ সালে ঢাকা জেলায়। কর্মস্থল- বিমানবাহিনী। পদবী- লেফটেন্যন্ট।
মুক্তিযুদ্ধে সময় তিনি পাকিস্তানে কর্মরত ছিলেন। পাকিস্তান বিমান বাহিনীর একটি টি-৩৩ প্রশিক্ষন বিমান (ছদ্ম না ব্লু-বার্ড) ছিন তাই করে নিয়ে দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় নিহত হন। মৃত্যু- ২০ আগষ্ট ১৯৭১ সালে ।
সমাধি স্থল- পাকিস্তানের করাচির মৌরিপুর মাশরুর ঘাটিতে ছিল তাঁর সমাধিস্থল। ২০০৬ সালে ২৩ জুন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় । তাকেঁ পুর্ন মর্যাদায় ২৫ জুন মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয় ।