Frequently Asked Questions

যদি আপনি আমাদের সাইটের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে নিম্নলিখিত প্রশ্নোত্তরগুলোর মাধ্যমে আপনি আমাদের সাইটের কার্যক্রম সম্পর্কে মৌলিক ধারণা জেনে নিতে পারবেন। আপনি যে প্রশ্নটি জানতে চান, তাতে ক্লিক করলেই ঐ প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন।

কিভাবে BCS Question সাইটে নিবন্ধন করব?
১। সাইটের উপরে ডানপাশে চাবি চিহ্নে ক্লিক করে "নিবন্ধন" লিঙ্কটিতে ক্লিক করুন।
২। এরপর আপনার ‍সদস্য নাম, পাসওয়ার্ড এবং নিজের ইমেইল ঠিকানা ইত্যাদি দিয়ে "নিবন্ধন কর" বাটন ক্লিক করুন।
৩। এরপর আপনার প্রোফাইল চেক করে তাতে সব তথ্য দিয়ে কম্পিলিট করুন বিশেষ কিছু সুবিধা লাভ করার জন্যে।
কিভাবে আমি প্রশ্ন করব?
আপনি খুব সহজেই এ সাইটে প্রশ্ন করতে পারেন এজন্য
১. এর জন্যে "প্রশ্ন করুন" লিঙ্ক এ ক্লিক করুন।
২. আপনার প্রশ্নটি এক বাক্যে বক্সের মধ্যে লিখুন।
৩. উপযুক্ত বিভাগ নির্বাচন করুন।
৪. প্রশ্নটি বর্ণনা করা প্রয়োজন হলে বা বিস্তারিত লিখতে চাইলে "এই প্রশ্নটির ব্যাখ্যামূলক তথ্য " বক্সের মধ্যে বিস্তারিত ভাবে লিখুন।
৫. আপনার প্রশ্নটির উত্তর আসলে যদি আপনি ই-মেইল এ জানতে চান তাহলে "এই প্রশ্নটির উত্তর সুলভ হলে কিংবা কেউ মন্তব্য করলে আমাকে এই ই-মেইলে (your mail) জানাও" লেখাটির সামনে টিক চিহ্ন দিন।
৬. সবশেষে "প্রশ্ন জিজ্ঞাসা করুন" বাটন টি ক্লিক করুন।
প্রশ্ন করতে চাইলে কি সদস্য হওয়া বাধ্যতামূলক?
না, সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। আপনি নিবন্ধন না করেও প্রশ্ন করতে পারবেন।
কিভাবে আমি প্রশ্নের উত্তর দিব?
আপনি যে প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছেন সে প্রশ্নটিতে ক্লিক করুন।
তাহলে প্রশ্নটি ওপেন হবে। প্রশ্নটির নিচে সবুজ রঙে "উত্তর দিন" নামে একটি বাটন পাবেন ।
এই বাটন টি ক্লিক করলেই একটি বক্স খুলবে এখানে আপনার উত্তর লিখবেন।
আপনার উত্তরটি লেখা হয়ে গেলে "উত্তর যোগ করুন" নামে বাটন টি ক্লিক করুন।
আমি আমার পয়েন্ট বাড়াবো কিভাবে?
আপনি নিচের কাজগুলো করার মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারবেন:

Posting a question: 1 points
Selecting an answer for your question: 1 points
Per down vote on your question: -1 points
Limit from up votes on each question: 1 points
Limit from down votes on each question: -1 points
Posting an answer: 5 points
Having your answer selected as the best: 1 points
Per up vote on your answer: 1 points
Per down vote on your answer: -1 points
Limit from up votes on each answer: 2 points
Limit from down votes on each answer: -5 points
Limit from up votes on each comment: 1 points
Limit from down votes on each comment: 3 points
Voting up a question: 1 points
Voting down a question: 1 points
Voting up an answer: 1 points
Voting down an answer: 1 points
Add for all users: 50 points

আমি কি নিজের প্রশ্নে নিজে উত্তর দিতে পারবো?
না, নিজের প্রশ্নে নিজে উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই।
আমি কি আমার সদস্যনাম পরিবর্তন করতে পারবো?
অ্যাকাউন্ট খোলার পর সদস্য নাম পরিবর্তন করা যাবেনা।
তবে প্রশাসন ইচ্ছা করলে পরিবর্তন করা যাবে।
আমার পয়েন্ট দিয়ে আমি কী করবো?
আমার পয়েন্ট আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে।
আপনার পয়েন্ট যত বেশি হবে আপনার উত্তরের গ্রহণযোগ্যতা তত বাড়বে।
তাছাড়া পয়েন্ট অর্জনের উপর মাঝে মাঝে সম্মানী পুরস্কার দেওয়া হবে।
কোন প্রশ্ন, উত্তর বা মন্তব্য ডিলিট করবো কিভাবে ?
প্রশ্ন, উত্তর, মন্তব্য ডিলিট করতে লুকাও বাটনে ক্লিক করুন।
তাহলে সেটি লুকিয়ে ফেলা হবে ।
পরবর্তীতে প্রশাসক তা মুছে ফেলবেন ।
আমি এ মাসে কতটি উত্তর দিয়েছি তা কিভাবে জানব ?
প্রতি মাসের পয়েন্ট গুরু (TOP 20) এর মধ্যে আপনার নাম থাকলে এ মাসে কতটি উত্তর দিয়েছেন তা ’এ মাসের পয়েন্ট গুরু’ পৃষ্ঠায় দেখতে পারবেন।
অন্যথায় দেখা যাবে না।
উত্তর অনুমোদন পেতে এত দেরি হয় কেন ?
একজন নতুন সদস্যের উত্তর এবং মন্তব্য অনুমোদনের জন্য অপেক্ষামান থাকে।
যা স্প্যাম, অনাকাঙ্ক্ষিত, অশ্লীল, অপ্রয়োজনীয় কিনা তা যাচাইকরণের পর অনুমোদিত হয়।
এছাড়া প্রতিদিন অনেক প্রশ্ন ও উত্তর আসে যা যাচাই করতে কিছুটা সময় লেগে যায় ।
এজন্য প্রশ্ন ও উত্তর অনুমোদন পেতে কিছুটা সময় লেগে যায়।
মিঃ পয়েন্ট গুরু কী ?
মিঃ পয়েন্ট গুরু হলেন প্রতি মাসে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২০ জন সদস্যের তালিকা ।
প্রত্যেক প্রশ্নের ডান দিকের * (স্টার) চিহ্ন দ্বারা কি বুঝানো হয় ?
আপনি এই স্টার বা তারকা চিহ্নে ক্লিক করার মানে হলো উক্ত প্রশ্নটি আপনার প্রিয়।
ভবিষ্যতে কখনো আবার উক্ত প্রশ্নটি দেখতে চাইলে প্রোফাইলের উপরে "আমার প্রিয়" অপশনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন ।
আমার প্রশ্ন গুলির উত্তর পাইনা কেন ?
কোন সদস্য প্রশ্ন করলে তার উত্তর পাওয়াটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে ।
যেমনঃ
১। আপনার প্রশ্নের উত্তর কারো জানা আছে কিনা ?
২। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মানসিকতা কারো আছে কিনা ?
৩। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মত যথেষ্ট সময় কারো আছে কিনা ?
আমি আমার প্রোফাইল ফটো আপলোড করতে পারছি না কেন ?
বেশির ভাগ সদস্য প্রোফাইল ফটো হিসেবে নিজের ছবি না দিয়ে অন্য ছবি ব্যবহার করে ।
তাই আপাতত এই সুবিধা বন্ধ রাখা হয়েছে ।
আমার ইমেইল যাচাই করবো কিভাবে ?
প্রোফাইল পেজে গিয়ে সম্পাদনা ক্লিক করলে উপরে ইমেইল যাচাই করুন লেখা দেখতে পাবেন ৷
সেই লেখাতে ক্লিক করলে আরেকটি পাতা আসবে ৷
সেখানে যাচাই করণ লিংক পাঠাও লেখাতে ক্লিক করলে আপনার ইমেলে একটি লিংক যাবে ৷
লিংকটি পাবেন Mail এর Inbox ফোল্ডারে৷ যদি ইনবক্সে না পান তাহলে দেখুন spam ফোল্ডারে ৷
spam ফোল্ডারে গিয়ে মেসেজটিতে ক্লিক করলে সেটি ওপেন হবে ৷
এরপর Ask BCS Questions এর লিংকে ক্লিক করলে আপনার ইমেইল যাচাই করা হয়েছে এমন একটি বার্তা ভেসে উঠবে ৷
এভাবে ইমেইল যাচাই করা যাবে ৷
Ask BCS Questions সাইট থেকে কি ইনকাম করা যায়?
হ্যাঁ, আপনি এখানে প্রশ্ন উত্তর করার মাধ্যমে ইনকাম করতে পারবেন ৷
প্রতিমাসে ১০০০ পয়েন্ট অর্জন করলে পরের মাসের ১ - ৫ তারিখের মধ্যে আপনাকে ১০০ টাকা সম্মানী দেওয়া হবে ৷
Ask BCS Questions সাইট থেকে কিভাবে টাকা পাবো?
আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে মোবাইলে বিকাশ, নগদ বা ফ্লেক্সিলোডের মাধ্যমে টাকা পেমেন্ট করা হবে৷
Ask BCS Questions সাইট প্রতিমাসে কতজনকে পেমেন্ট করে থাকে?
প্রতিমাসে সর্বোচ্চ ৫ জনকে পেমেন্ট করা হয়৷
আমি যদি এই মাসে ৫০০ পয়েন্ট অর্জন করি এবং পরের মাসে ৫০০ পয়েন্ট অর্জন করে মোট ১০০০ পয়েন্ট অর্জন করি তাহলে কি পেমেন্ট পাব?
না, এভাবে পয়েন্ট অর্জন করলে পেমেন্ট পাবেন না৷
আপনাকে প্রতিমাসেই ১০০০ পয়েন্ট অর্জন করতে হবে৷
এ মাসের পয়েন্ট পরের মাসে হিসেব করা হবে না৷
এখনো আপনার কোন কিছু জানতে বাকি আছে?
দয়া করে এখানে আপনার প্রশ্নটি করুন। তাহলে সাইটের অন্যান্য সদস্যরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সাহায্য করবে।


এসব প্রশ্নের বাইরেও যদি কোন কিছু জানতে চান তাহলে সরাসরি এডমিনকে মেসেজ দিতে ক্লিক করুন এখানে ।
Ask BCS Question এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।

Categories

...