1 Answer

0 like 0 dislike
by
edited by anonymous

কোন সময়ে রাখবেন জন্মাষ্টমীর উপবাস? উপবাস ভঙ্গের সময় ঠিক কখন? জেনে নিন কৃষ্ণ জন্মাষ্টমী (Krishna Janmashtami 2021) তারিখ ও শুভক্ষণ ঠিক কখন। জানুন পুরাণ অনুসারে এই দিনটির মাহাত্ম্য।


এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: পুরাণ অনুসারে পাঁচ হাজার বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হন শ্রীবিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ। তাঁর আবির্ভাব তিথি প্রতি বছর জন্মাষ্টমী নামে পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমী ছাড়াও এই দিনটি গোকুলাষ্টমী নামেও পরিচিত। এই বছর ৩০ অগাস্ট পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। মথুরায় কংসের কারাগারে জন্ম হয় দেবকী ও বসুদেবের অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণের। কংসের হাত থেকে তাঁকে রক্ষা করতে প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে যমুনা পেরিয়ে বৃন্দাবনে যশোদা ও নন্দের সংসারে কৃষ্ণকে রেখে আসেন বসুদেব। 


কোন সময়ে রাখবেন জন্মাষ্টমীর উপবাস? উপবাস ভঙ্গের সময় ঠিক কখন? জেনে নিন কৃষ্ণ জন্মাষ্টমী (Krishna Janmashtami 2021) তারিখ ও শুভক্ষণ ঠিক কখন। জানুন পুরাণ অনুসারে এই দিনটির মাহাত্ম্য।


জন্মাষ্টমী ২০২১ তারিখ ও পুজোর সময়


এই বছর ৩০ অগাস্ট সোমবার পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। ৩০ তারিখেই পালন করতে হবে জন্মাষ্টমীর উপবাস। রাত ১২টায় ৩১ তারিখ শুরুর পরেই ভঙ্গ করতে হবে উপবাস। কারণ ঠিক মধ্যরাতেই জন্ম হয় শ্রীকৃষ্ণের। 


অষ্টমী তিথি শুরু হবে ২৯ অগাস্ট রাত ১১টা ২৬ মিনিটে। অষ্টমী তিথির অবসান হবে ৩০ অগাস্ট রাত ২টোয়। ৩০ অগাস্ট গোটা দিন এবং পুরো রাত ৩১ অগাস্ট সকালে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে রোহিনী নক্ষত্র। 


জন্মাষ্টমীর মাহাত্ম্য


গোটা বিশ্বজুড়েই কৃষ্ণভক্তেরা এই দিনটি সাড়ম্বরে পালন করেন। পুরাণ অনুসারে বিষ্ণুর মানব অবতারের মধ্যে অন্যতম শক্তিশালী ছিলেন কৃ্ষ্ণ। শ্রীকৃষ্ণের জীবনকথা নিয়ে বহু কাহিনি, উপ-কাহিনি, লোককথা প্রচলিত আছে। জন্মের পর থেকেই কৃষ্ণকে ভগবান হিসেবে পুজো করা শুরু হয়ে যায়।


Janmashtami 2021: কৃষ্ণের আশীর্বাদ পেতে জন্মাষ্টমীতে ভুলেও যে কাজ করবেন না!

ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, 'যখনই অসত্য ও পাপে এই পৃথিবী ভরে যাবে, তখনই ধর্ম রক্ষা করতে ও সত্য প্রতিষ্ঠা করতে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হব।' জন্মষ্টমী হল অশুভকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার উত্সব। বিশ্বাস ও একতা ধরে রাখতে উত্সাহ দেয় এই উত্সব।


এখানে স্নান করলে নাকি সব তীর্থের সমান পূণ্য! জানুন শ্যামকুণ্ড-রাধাকুণ্ডের কথা

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শশা নিবেদন করার প্রথা রয়েছে। মনে করা হয় শশা পেলে অত্যন্ত প্রীত হন নন্দলাল। যে ভক্ত তাঁকে শশা নিবেদন করেন তাঁর যাবতীয় দুঃখ কষ্ট তিনি মোচন করেন বলে প্রচলিত বিশ্বাস। জন্মাষ্টমীতে ঠিক রাত ১২টায় কৃষ্ণের জন্মক্ষণে শশা কাটতে হয়। এটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের থেকে নাড়ি গ্রন্থি কাটার রূপক বলে মনে করা হয়। 

সুত্র: এই সময়

2,114 questions

2,171 answers

14 comments

41 users

Ask BCS Question এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।

বিগত 30 দিনের জনপ্রিয় প্রশ্ন

Categories

...