1 Answer

0 like 0 dislike
by

১. বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিষ্ঠিত হয় - ১৯৭২ সালে। আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে - ১৯৭৭ সালে।


২. প্রথম ম্যাচ খেলে - ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাব এর বিপক্ষে ১৯৭৭ সালে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৭৮ সালে। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে - নিউজিল্যান্ডের বিপক্ষে।


৩. বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে - ১৯৯৭ সালে ১৫ জুন । টেস্ট স্ট্যাটাস লাভ করে - ২০০০ সালের ২৬ জুন। টি-২০ স্ট্যাটাস লাভ করে - ২০০৬ সালে।


৪. বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে - ২০১১ সালে এবং টেস্ট স্ট্যাটাস লাভ করে - ২০২১ সালে।


৫. বাংলাদেশ প্রথম টেস্ট খেলে - ২০০০ সালে ১০-১৩ নভেম্বর ভারতের বিপক্ষে। নেতৃত্বে ছিলেন - নাইমুর রহমান দুর্জয়। প্রথম সেঞ্চুরিয়ান - আমিনুল ইসলাম বুলবুল (ভারতের বিপক্ষে)।


৬. আইসিসির সপ্তম বিশ্বকাপ(১৯৯৯ সালে) ইংল্যান্ডের আসরে বাংলাদেশ প্রথম অংশগ্রহন করেন। এ আসরে বাংলাদেশ স্কটল্যান্ড(প্রথম) ও পাকিস্তানকে পরাজিত করে।


৭. বাংলাদেশ বর্তমান ক্রিকেট দলের অধিনায়কঃ ওয়ানডে - তামিম ইকবাল, টেস্ট - মুমিনুল হক, টি২০ - মাহমুদউল্লাহ রিয়াদ। নারী দলের অধিনায়ক - রুমানা আহমেদ।


৮. বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক/ওয়ানডে প্রথম অধিনায়ক - গাজী আশরাফ হোসেন লিপু। টেস্ট দলের প্রথম অধিনায়ক - নাইমুর রহমান দুর্জয়।


৯. প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন - মুশফিকুর রহিম (সর্বোচ্চ ৩টি), প্রথম ওয়ানডে শতরান করেন - মেহরাব হোসেন অপি এবং প্রথম টি২০ তে শতরান করেন - তামিম ইকবাল খান। প্রথম ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করেন - মাহমুদউল্লাহ রিয়াদ।


১০. ওয়ানডে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান - ৩৩৩ (অস্ট্রেলিয়ার বিপক্ষে) , সর্বনিম্ন রান - ৫৮ (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) । টেস্ট ক্রিকেটে দলীয় সর্বোচ্চ - ৬৩৮ রান। ওয়ানডে এককভাবে এক ইনিংসে সর্বোচ্চ রান - ১৭৬ (লিটন দাশ) এবং টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রান - ২১৯ (মুশফিকুর রহিম) এবং টি২০ তে ব্যক্তিগত সর্বোচ্চ রান ১০৩ (তামিম ইকবাল)।


১১. দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ (জুলাই) নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে মে মাসের সেরা নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহিম।


১২. বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান - মোঃ আশরাফুল, প্রথম টেস্টে সেঞ্চুরি করেন - আমিনুল ইসলাম বুলবুল (ভারতের বিপক্ষে ১৪৫ রান)


১৩. বাংলাদেশ প্রথম ওয়ানডে জয়লাভ করে - কেনিয়ার বিপক্ষে, ১ম টেস্ট জয় - জিম্বাবুয়ের বিপক্ষে, ১ম টি২০ জয় -, ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় - স্কটল্যান্ড বিপক্ষে, প্রথম টি২০ বিশ্বকাপে জয় - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।


১৪. বাংলাদেশ তাদের শততম টেস্ট(শ্রীলঙ্কার বিপক্ষে) , শততম ওয়ানডে(ভারতের বিপক্ষে) , শততম টি২০ (অস্ট্রেলিয়ার বিপক্ষে) ম্যাচে জয়লাভ করে।


১৫. বাংলাদেশ ওডিআই বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কার সাথে আয়োজন করে - ২০১১ সালে। টি২০ বিশ্বকাপ আয়োজন করে - ২০১৪ সালে। এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করে - ১৯৮৮, ২০০০, ২০১২, ২০১৪, ২০১৬ সালে।

2,114 questions

2,171 answers

14 comments

41 users

Ask BCS Question এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।

বিগত 30 দিনের জনপ্রিয় প্রশ্ন

Categories

...