1 Answer

0 like 0 dislike
by

বাংলা নাম থানকুনি অঞ্চলভেদে এটি টেয়ামানকিতিতুরাথানকুনিআদামনিঢোলামানিথুলকুড়িমানামানি , ধূলাবেগুনআদাগুনগুনি নামে পরিচিত ইংরেজি নাম Indian Pennywort স্বাদটা একটু তিতকুটেতবে কার্যকরণ বেশ উপকারী অসংখ্য রোগের উপশম মেলে এই থানকুনি পাতা খেলে চলুন জেনে নিইথানকুনি পাতার কিছু উপকারী দিক-

থানকুনি পাতার রস  চামচ  শিউলি পাতার রস  চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর সারে

অল্প পরিমাণ আমগাছের ছালআনারসের কচি পাতা ১টিকাঁচা হলুদের রস/ টি থানকুনি গাছ শিকড়সহ ভাল করে ধুয়ে একত্রে বেটে রস করে খালি পেটে খেলে পেটের অসুখ ভাল হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরো বেশি কার্যকর

আধা কেজি দুধে ২৫০ গ্রাম মিশ্রি  ১৭৫ গ্রাম থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে  সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভাল হয়

বেগুন/পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুক্ত রান্না করে প্রতিদিন  মাস খেলে হজম শক্তি বৃদ্ধি পায়

প্রতিদিন সকালে খালিপেটে  চা চামচ থানকুনি পাতার রস   চা চামচ মধুমিশিয়ে  দিন খেলে রক্ত দূষণ ভাল হয়

যে সব বাচচা কথা বলতে দেরি করে অথবা অস্পষ্টসে ক্ষেত্রে  চামচ করে ধান কুনি পাতার রস গরম করে ঠান্ডা হলে ২০/২৫ ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছুদিন খাওয়ালে অসুবিধাটা সেরে যায়

 চামচ থানকুনির রস সামান্য চিনিসহ খেলে সঙ্গে সঙ্গে খুসখুসে কাশিতে উপকার পাওয়া যায়  সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যাবে

প্রতিদিন সকালে / টি থানকুনি পাতা চিবিয়ে  দিন খেলে আমাশয় ভাল হয় অথবাথানকুনি পাতা বেটে পাতার রসের সাথে চিনি মিশিয়ে দুই চামচ দিনে দুই বার খেলে আমাশয় ভাল হয়

থানকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলে পেট ব্যথা ভাল হয়

১০প্রতিদিন সকালে থানকুনির রস  চামচ/ ফোঁটা হলুদের রস (বাচ্চাদের লিভারের দোষেসামান্য চিনি  মধুসহ  মাস খেলে লিভারের সমস্যা ভাল হয়

১১যদি মুখ মলিন হয়লাবণ্যতা কমে যায় তবে - চা চামচ থানকুনি পাতার রস দুধ দিয়ে খেতে হবে নিয়মিত করলে উপকার পাবেন

১২মূলসহ সমগ্র গাছ নিয়ে সিদ্ধ করে সেই পানি দিয়ে দূষিত ক্ষত ধুতে হবে

১৩.থানকুনি পাতা সিদ্ধ পানি দিয়ে গারগিল করতে হবে

১৫.কোথাও থেঁতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে আঘাতপ্রাপ্ত স্থানে প্রলেপ দিলে উপকার পাবেন

১৬থানকুনি পাতা বেটে ঘিয়ের সঙ্গে জ্বাল দিয়ে ঠাণ্ডা করে তা ক্ষত স্থানে লাগালে উপকার পাওয়া যায়

১৭.অপুষ্টির অভাবেভিটামিনের অভাবে চুল পড়লে পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি - চা চামচ থানকুনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে

১৮মলের সঙ্গে শ্লেষ্মা গেলেমল পরিষ্কারভাবে না হলেপেটে গ্যাস হলেকোনো কোনো সময় মাথা ধরা এসব ক্ষেত্রে - চা চামচ থানকুনি পাতার গরম রস  সমপরিমাণ গরুর কাঁচা দুধ মিশিয়ে খেতে হবে নিয়মিত খেলে উপকার পাবেন

১৯মনে না থাকলে আধা কাপ দুধ- তোলা থানকুনি পাতার রস  এক চা চামচ মধু মিশিয়ে খেতে হবে

২০.ঠাণ্ডায় নাক বন্ধ হলেসর্দি হলে থানকুনির শিকড়  ডাঁটার মিহি গুঁড়ার নস্যি নিলে উপকার পাওয়া যায়

 

সুত্র: ttps://www.jagonews24.com 

2,114 questions

2,171 answers

14 comments

41 users

Ask BCS Question এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।

বিগত 30 দিনের জনপ্রিয় প্রশ্ন

Categories

...