কোন সুনির্দিষ্ট ব্যক্তি, বস্তু ঘটনা ঘিরে মানুষের যে ধারনা বা অনুভূতির সৃষ্টি হয় তাই হল বিশ্বাস। আভিধানিক অর্থে যা সত্য ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় তাই বিশ্বাস। বিশ্বাস মানুষকে অনেক উর্ধ্বে নিয়ে যেতে পারে। আবার এর বিপরীত হলে মানুষের ব্যপক ক্ষতিও হয়ে থাকে। আর বিশ্বাসের ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য মানুষের মাঝে অনেক গুনাগুন থাকতে হয়। যা ব্যক্তি থেকে গোটা সমাজে প্রতিফলন ঘটাতে পারে।
যেমন- কোন মানুষ যদি মনে প্রাণে বিশ্বাস রাখে যে, সে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছাবে তবে শুধু আন্তরিকভাবে কিছু পরিশ্রম করলেই তা সম্ভব এতে কোন সন্দেহ নেই। তাই বলা যায়। উন্নতির পূর্বশর্ত বিশ্বাস। ধর্মের কোন কিছুই আমরা দেখি না কিন্তু একমাত্র বিশ্বাসের মাধ্যমে এর যাবতীয় আমরা পালন করে থাকি, এতে আমাদের আত্না শান্তি ও সামাজিক মর্যাদা সহ উন্নত মানব সমাজ গড়ে ওঠে। সমাজে মান-সম্মান ইজ্জত সৃষ্টিকর্তা বৃদ্ধি করে দেন। সুতরাং বিশ্বাস বা Confidence আমাদের অনেক দুরে নিয়ে যেতে পারে।