সিপহী (হামিদুর ও মোস্তফা)
সিপাহী হামিদুর রহমান Sepoy Hamidur Rahman , জন্ম-১৯৫৩ সালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুরে। কর্মস্থল- সেনাবাহিনী। পদবী- সিপাহী। সেক্টরে যুদ্ধ করেন- ৪নং ।
মৃতু- ২৮ অক্টোবর ১৯৭১ সালে।
তিনি ছিলেন বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ। সমাধি স্থল: প্রথমে সমাধি ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমেরছড়া গ্রামে। পরবর্তীতে ২০০৭ সালে ১০ ডিসেম্বর বাংলাদেশ রাইফেলস এর একটি দল ত্রিপুরা সীমান্তে হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহন করে। ১১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমাকে ঢাকার মিরপুর বুদ্ধিজীবী করবস্থানে সমাহিত করা হয়।
সিপাহী মোস্তফা কামাল Sepoy Mostofa kamal জন্ম- ভোলা জেলায় ১৯৪৯ সালে (সূত্র-মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়, ১৯৪৭ সালে (সুত্র- বাংলাপিডিয়া) । কর্মস্থল- সেনাবাহিনী । পদবী- সিপাহী। সেক্টরে যুদ্ধ করেন- ২ নং।
মৃত- ১৮ এপ্রিল ১৯৭১ (সূত্র-মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়),
১৭ এপ্রিল ১৯৭১ সালে (সুত্র- বাংলাপিডিয়া)
সমাধি স্থল: ব্রাক্ষনবাড়িয়ার আথাউড়ার মোগড়া গ্রামে।