1 Answer

0 like 0 dislike
by

ঠাকুরগাঁও জেলা প্রতিষ্ঠিত হয়= ১ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে। আয়তন = ১,৭৮১.৭৪ বর্গ কিলোমিটার।

 

সীমা= ঠাকুরগাঁও উত্তরে পঞ্চগড় জেলা, দক্ষিণে দিনাজপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পুর্বে পঞ্চগড় ও দিনাজপুর জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

 

উপজেলা সংখ্যা= ০৫ টি যেমন: ঠাকুরগাঁও সদর, রানীশঞ্চাইল, বালিডাঙ্গি, হরিপুর ও পীরগঞ্জ। পৌরসভা= ৩টি  ঠাকুরগাঁও রানীশঞ্চাইল, পীরগঞ্জ।ইউনিয়ন= ৫৩টি। গ্রাম: ৬৪১টি। সাক্ষরতা আন্দোলন = সুরভিত।

 

নদ-নদী= টাঙ্গন, কুলিক, নাগর প্রভৃতি।

ঐতিহাসিক স্থান= রাজা টংকনাথের বাসভবন, তাপবিদ্যুৱ কেন্দ্র, রানীসাগর, রাজভিটা, সানগাঁ শাহী মসজিদ প্রভুতি।

 

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: মির্জা রুহল আমিন (রাজনীতিবিদ) , মির্জা ফখরুল ইসলাম আলমীর ( রাজনীতিবিদ), সুবেদার আহমেদ (মুক্তিযোদ্ধা) প্রমুখ।

 

জাতীয় সংসদের আসন সংখ্যা: ৩টি- ৩ ঠাকুরগাঁও-১,৪ ঠাকুরগাঁও-২, ৫ ঠাকুরগাঁও-৩,


2,114 questions

2,171 answers

14 comments

41 users

Ask BCS Question এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।

বিগত 30 দিনের জনপ্রিয় প্রশ্ন

Categories

...