1 Answer

0 like 0 dislike
by
edited by anonymous

দিনাজপুর প্রতিষ্ঠিত হয়= ১৭৮৬ সালে ।

আয়তন=৩,৪৪৪.৩০ বর্গ কিলোমিটার।

 

সীমানা রয়েছে= দিনাজপুর জেলার পুর্বে রংপুর ও নীলফামারী জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা অবস্থিত।

 

উপজেলার সংখ্যা= ১৩টি- দিনাজপুর সদর, কাহারোল, ঘোড়াঘাট, বিরল, পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ, বোঁচাগঞ্জ, বীরগঞ্জ, ফুলবাড়ি, চিরিরবন্দর ও খানসামা।

 

পৌরসভা=৯টি- দিনাজপুর, বিরামপর, সেতাবগঞ্জ, বীরগঞ্জ, পাবর্তীপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ী, হাকিমপুর ও বিরল।

 

ইউনিয়ন= ১০২ টি। গ্রাম= ২১৩১টি।

 

সাক্ষরতা আনোলনের নাম= আলোর দিশারী।

 

নদ-নদী= করতোয়া, পুনর্ভবা, আত্রাই, যমুনা, টাঙ্গন, দীপা প্রবুতি,

 

ঐতিহাসিক স্থান= কান্তজীউ মন্দির, রামসাগর দিঘী, চেহেল গাজী (র) এর মাজার ও মসজিদ, শালবন বিহার, সীতাকোট বিহার প্রভৃতি।

 

উল্লেখযোগ্য ব্যক্তি: হাজী মোহাম্মদ দানেশ (সমাজসেবক) , অধ্যাপক ইউসুফ আলী(রাজনীতিবিক), নিতুন কুগু (চিত্রশিল্পী, ভাস্কর), মো: নুরুল আমিন ( স্বভাব কবি), সামাদ (ফুটবলের জাদুকর) প্রমুখ)

 

জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি= ৬টি= দিনাজপুর-১, দিনাজপুর-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৪, দিনাজপুর-৫, দিনাজপুর-৬,


2,114 questions

2,171 answers

14 comments

41 users

Ask BCS Question এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।

বিগত 30 দিনের জনপ্রিয় প্রশ্ন

Categories

...