প্রতিষ্ঠার পটভূমি
১৯১১ সালে ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিলে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয় । হাজার ১৯১২ সালে প্রথম দিকে বৃটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিস্ক ঢাকায় আগমন করেন নবাব সলিমুল্লাহ এ অঞ্চলের মানুষের শিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান । লর্ড হার্ডিস্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন। এখানে উল্লেখ্য যে নবাব সলিমুল্লাহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিটির নাম "নাথান কমিটি" এই কমিটি গঠিত হয় ২৭ মে ১৯১২ সালে। এ কমিটিতে মোট ১৩ জন্য সদস্য ছিলেন এবং কমিটির সভাপতি ছিলেন ব্যারিস্টার রবার্ট নাথান।এই কমিটি 1913 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুপরেখা সমন্বিত একটি সুপারিশ তাৎক্ষণিক সরকারের কাছে জমা দেন। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণে নাথান কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ মুলতবি হয়ে যায় ।
স্যাডলার কমিশনের: নাথান কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে হাজার ১৯১৭ সালে ড: মাইকেল ই স্যাডলার এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় এই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে হাজার ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ।এখানে উল্লেখ্য যে, এই কমিশনের সুপারিশের প্রে্ক্ষিতে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা প্রতিষ্ঠিত হয়।
১ জুলাই ১৯২১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ ৩টি (কলা , বিজ্ঞান ও আইন)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য লর্ড ডানডাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান আচার্য হলেন মহামাণ্য রাষ্ট্রেপতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের শ্লোগান= শিক্ষাই আলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষনা= ১৮টি কেন্দ্র আছে।
১৭৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্রেহী কবি কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হক ১৯ টি। এর মধ্যে ছাত্রীদের হল ৫টি।
ছেলেদের হল : জগন্নাথ হল , সলিমুল্লাহ মুসলিম হল, শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, জহুরুল হক হল, সুর্যসেন হল, স্যার এ.এফ রহমান হক, হাজী মুহম্মদ মুহসীন হল, কবি জসীমউদদীন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, অমর একুশে হল বিজয় একাত্তর, স্যার পি জে হার্টজ ইন্টারন্যাশনাল হল।
মেয়েদের হল : রোকেয়া হক, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল , বেগম সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, বেগম ফজিলাতুন্নেছা হল,