সাদা শাপলা, শালুক বা তারা শাপলা বা কুমুদ (ইংরেজি: star lotus, red and blue water lily, blue star water lily), (বৈজ্ঞানিক নাম: Nymphaea nouchali) (সমনাম: Nymphaea stellata), হচ্ছে শাপলা পরিবারের নিম্ফি গণের একটি জলজ উদ্ভিদ। এটি বাংলাদেশ ও শ্রীলংকার জাতীয় ফুল।