সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় 300 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট, বহুদূর বিস্তৃত, চারি দিকে খাড়া ঢাল যুক্ত এবং উপরিভাগ তরঙ্গায়িত বা বন্ধুর ভূমিভাগকে মালভূমি বলে। প্রধানত ভূ-আলোড়ন ও পাত সঞ্চালন, ভূপৃষ্ঠে লাভা সঞ্চয় এবং ভূপৃষ্ঠের ক্ষয়সাধন-এই তিনটি কারণে মালভূমি সৃষ্টি হয়।