আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ সাইয়েদিনা মুহাম্মদ ওয়া আলেহি ওয়া আসহাবিহি
ওয়াসাল্লাম।
রব্বি জিদনি ইলমা
রাব্বি ইয়াসসির, ওয়ালা
তুআসসির ওয়া তামমিম আলাইনা বিল খায়র।
অর্থ : পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।
যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রভু আল্লাহর জন্য।
(হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.) এবং তার বংশধর
সাহাবিদের প্রতি অনুগ্রহ করুন।
হে আমার প্রভু! আপনি আমার বিদ্যা বৃদ্ধি করুন।
হে আমার প্রভু! আপনি আমার জন্য বিষয়টি সহজ
করে দিন, কঠিন না করুন এবং কল্যাণের সঙ্গে
বিষয়টির সমাপ্তি ঘটান।
উল্লেখ্য, রাসূলুল্লাহ (সা.) তাঁর সাহাবায়ে কেরাম
(রা.), তাবেইন ও পরবর্তী ব্যক্তিরা এ
দোয়াগুলো বা এগুলোর একাংশ পড়া ও লেখার
শুরুতে পড়তেন। বাড়িতে বা যে কোনো
স্থানে লেখাপড়ার শুরুতেও এ দোয়াগুলো
পড়ে নেয়া বাঞ্ছনীয়।