শেন কিথ ওয়ার্ন (১৩ সেম্টেম্বর ১৯৬৯-৪ মার্চ ২০২২)
কিংবদন্তি অষ্ট্রেলীয় লেগস্পিনার। তাকে ক্রিকেট ইতাহসের সর্বকালের অন্যতম সেরা বোলার বিবেচনা করা হয়। তিনি ১৪৫ টেস্ট ৭০৮ উইকেট এবং ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নেন। ২জানুয়ারি ১৯৯২ ভারতে বিপক্ষে সিডনিতে টেষ্ট অভিষেক,১/১৫০বোলিং ফিগার । ২৪ মার্চ ১৯৯৩ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক । ২০ জুন ১৯৯৯ বিশ্বকাপ জয় ও ম্যাচসেরা । ৫ জানুয়ারী ২০০৭ টেষ্ট ক্রিকেট থেকে অবসর নেন।