1 Answer

0 like 0 dislike
by
পাপ কাহাকে বলে...?  পাপ কত প্রকার ও কি কি...?

উওর:- মানুষ যখন ধর্মীয় বিধান ভুলে গিয়ে কদাচার করতে থাকে..তখন তাকে পাপ বলে।
পাপ ৩ প্রকার। যথা:- (১) শারীরিক পাপ:-পরহিংসা,চুরি,পরস্ত্রী সঙ্গ। (২) বাচিক পাপ:-অসত্ প্রলাপ..খারাপ কথা বলা..নিষ্ঠুর বাক্য প্রয়োগ..পরদোষ কীর্তন..মিথ্যা ভাষণ..মিথ্যা কথা বলা। (৩) মানসিক পাপ:-পরের দ্রব্যে লোভ..পরের অনিষ্ট..পরের ক্ষতি চিন্তা..বেদবাক্যে অশ্রদ্ধা।
এই ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ ইহলোকে ও পরলোকে সুখী হতে পারে। শ্রীভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন। মহাভারত অনুশাসন পর্ব ১৩ অধ্যায়। পাপাচারী মানুষ যখন স্হূল দেহ ত্যাগ করে..তখন যমদূতেরা তার সূক্ষ্ম দেহকে পাশবদ্ধ করে যমপুরীতে নিয়ে যায়। পৃথিবী থেকে যমপুরী অর্থাত্ নরক গ্রহের দূরত্ব হচ্ছে ৮৬ হাজার যোজন বা ৭ লক্ষ ৯২ হাজার মাইল। অর্থাত্ ১১ লক্ষ ৮৮ হাজার কিলোমিটার। মহাভারতে বলা হয়েছে ষড়শীতি সহস্রযোজন বিস্তীর্ণ মার্গ। নরক গ্রহের অবস্থানটি হচ্ছে পাতাললোক ও গর্ভোদক সমুদ্রের মধ্যবতী। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুত গতিতে যমদূতেরা পাপাত্মাকে সেই স্থানে নিয়ে যায়। নরকের যমপুরীর নাম হচ্ছে সংযমনী। শ্রীসূর্যদেবের পুত্র ধর্মরাজ যম হচ্ছেন নরকের অধিপতি। সেখানে শতসহস্র(শতহাজার) নরককুণ্ড বা শাস্তিবিভাগ রয়েছে।

2,114 questions

2,171 answers

14 comments

41 users

Ask BCS Question এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।

বিগত 30 দিনের জনপ্রিয় প্রশ্ন

Categories

...