সকল সদস্য গনের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, Bissoy Bd এমন একটি অনালাইন প্ল্যাটফর্ম, যেখানে আপনি প্ল্যাফর্মের সদস্যের মাধ্যমে আপনার সকল প্রশ্ন কিংবা সমস্যার সমাধান পেতে পারেন খুব সহজে। এছাড়া আপনি অন্যজনের প্রশ্নের উত্তর দিতে পারবেন কিংবা সমস্যা সমাধানে অন্যান্য সদস্যদেরকে আপনার মূল্যবান পরামর্শ দিতে পারবেন। মূলত Bissoy Bd সারা বিশ্বের বাংলা ভাষাভার্ষীদের জন্য একটি উন্মুক্ত প্রশ্নোত্তর ভিত্তিক কামিউনিট ।বর্তমান বিশ্বে মানুষের দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের জন্য ক্রমেই অনলাইন বা ইন্টারনেট সব থেকে দ্রুত এবং নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠতেছে।তাই যখনই কোন প্রশ্নের উত্তর জানার প্রয়োজন হয়, তখনই মানুষ ইন্টারনেটে প্রশ্নের উত্তরটি খুঁজতে থাকে। আর এর সুত্র ধরেই সারা বিশ্বের বাংলা ভাষাবাষীদের জন্য বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে Bissoy Bd এর যাত্রা শুরু হয়।
বি:দ্র: Bissoy Bd সদস্য হয়ে প্রশ্ন করলে বা উত্তর দিলে আপনি পেয়ে যাবেন ১০০(একশত)টাকা, নগদ, বিকাশ বা ডাচবাংলা একাউন্ট এর মাধ্যমে।