1 Answer

0 like 0 dislike
by

নাসিরউদ্দিন মুহাম্মদ হুমায়ুন (১৫৩০-১৫৪০ ও ১৫৫৫-১৫৫৬ খ্রিষ্টাব্দ)। Nasiruddin Muhammad Humayun (1530-1540 and 1555-1556 A. D)

 

জন্ম ও সিংহাসন আরোহন : মুঘল সম্রাট বাবরের জ্যেষ্ঠ পুত্র নাসিরউদ্দিন হুমায়ুন ১৫০৮ খ্রিষ্টাব্দের ৬ই মার্চ মাতা মহিম বেগমের গর্ভে কাবুলে জনুগ্রহণ করেন। তিনি তুর্কি, আরবি, ফার্সি, গণিত, দর্শন জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। ২০ বছর বয়সে তিনি বদাখশানে এবং পরে হিসার ফিরােজা ও সাম্বালের শাসনকর্তা পদে দায়িত্ব পালন করেন। পিতার সাথে ভারত অভিযানেও অংশ নেন। পিতার মতার পর মনোনয়নক্রমে ১৫৩০ খ্রিষ্টাব্দের ৩০শে ডিসেম্বর ২৩ বছর

 

দৈহিক ও বাহ্যিক প্রতিভা : বাবর ভতে সৌন্দর্যবোধসম্পন্ন, সঙ্গীতানুরা * এ বাহ্যিক প্রতিভা । বাবা ছিলেন এক ন প্রাকৃতিক দলব্যক্তি। তার আকার মানসিক উৎকর্ষের পরিচয় পাওয়া যায়। তাই দেওয়ান তার কাব্য প্রতিভার পরিচায়ক। তিনি ছিলেন সরল

ন্য প্রতিভার পরিচায়ক। তিনি ছিলেন সরল সদালাপী ও কোতুক প্ৰৰণ। তিনি ক্রীড়ামোদী, সুদক্ষ অত্র পরিচালক, সাহসী অশ্বারোহী ও পু

* অস্ত্র পরিচালক, সাহসী অশ্বারোহী ও দুর্ধর্ষ শিকারি হিসেবেও খ্যাতি লাভ শম ফিরিশতা তার সুঠাম-সুন্দর মুখমণ্ডল ও শিষ্টাচারের ভূয়সী প্রশংসা করেন।

তি লাভ করেনথাকলেও (প্রাদেশিক (নগরকত ১৫ মাই ঐতিহাসিক কাশিম ফিরিশতা তার সুঠাম-সুন্দর মুখমণ পাকা-নাসাহিত্য হিসেবে বার ও প্রতিকূলতার মধ্য দিয়ে অগ্রসর হন। বাধা-বিপত্তি অতিক্রম। তিনি -

 

 

মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবরের কৃতিত্ব।

' আতিষ্ঠাতা হিসেবে। জহিরউদ্দিন মুহাম্মদ বাবর মাত্র ১১ বছর বয়স থেকে নানা প্রতিকূলতার

সির হন। বাধা-বিপত্তি অতিক্রম করে তিনি প্রথমে কাবুলে এবং পরে ভারতবর্ষে মুঘল স 'তে সক্ষম হন। শুধু প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি, তার ভিত্তি সুদৃঢ় করে একে একটি শক্তি 3 পারণত করেন। লেনপুল বলেন, “His permanent place in history rest upon his India conquests, which opened the way for an imperial line.

time.” অর্থাৎ, “তার ভারত বিজয় তাকে ইতিহা স্থায়ী আসন দিয়েছে, যা একটি রাজবংশ প্রতিষ্ঠার পথ খুলে দেয়।" বিজেতা বাবর : তিনি কেবল নির্ভীক সৈনিক, দক্ষ সেনাধ্যক্ষ, সুদক্ষ অস্ত্র পরিচালক, প্রশংসনী ঘোড়সওয়ারই ছিলেন না; বরং আলেকজান্ডারের মতাে দেশ জয়ের নেশায় বিভাের থাকতেন। পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ এবং গােগরার যুদ্ধে তার সাফল্য তাকে ভারতীয় সমর ইতিহাসে উচ্চাসনে অধিষ্ঠিত

romar মনোম সাহিত “প্রতি আক মে নাদি

 

সেনাধ্যক্ষ হিসেবে : একজন সেনাপতি হিসেবে প্রতিটি যুদ্ধে তিনি দক্ষতার স্বাক্ষর রাখেন। যুদ্ধে কামানের ব্যবহার ও সুষ্ঠু গােলন্দাজ বাহিনী গঠনের জন্যও তিনি কৃতিত্বের দাবিদার। ঐতিহাসিক হেনরি বেভারিজ বলেন, “সেনাধ্যক্ষ হিসেবে বাবর অসামান্য দক্ষতার পরিচয় দেন।" পানিপথে অপেক্ষাকৃত বৃহৎ আফগান বাহিনীর বিশৃঙ্খলার সুযােগ গ্রহণ করতে তিনি দ্বিধাবােধ করেননি। নির্ভীক সৈনিক : নির্ভীক সৈনিক হিসেবে জীবনের প্রতিটি যুদ্ধে সাহসিকতার পরিচয় দেন। ডেনিসন রস বলেন, “বাবর ছিলেন সেই সমস্ত ব্যক্তির অন্যতম, যাদের মন ও দেহ এরূপ সতেজ ছিল যে, তা কখনােই অবসন্ন হতাে না এবং সবকিছু সমাধানের জন্য সুযোগ পেতেন। বাবরের মধ্যে মােঙ্গলদের উৎসাহ-উদ্দীপনা ও কর্মতৎপরতার সাথে তুর্কীদের দুঃসাহসিকতা ও তেজস্বীতার অপূর্ব সমন্বয় ঘটে এবং এ কারণে তিনি ভারত অভিযানে কখনাে বিপর্যস্ত হননি।" দূরদর্শী সম্রাট : মধ্য এশিয়ায় রাজ্য বিস্তার করতে না পেরে তিনি ১৫০৪ খ্রিষ্টাব্দে কাবুলে রাজ্য প্রতিষ্ঠা করেন। দূরদৃষ্টিসম্পন্ন বার কাবুলকে ঘাটি হিসেবে ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে ভারতবর্ষে চারটি অভিযান পরিচালনা করেন।

 

শাসক হিসেবে বাবরের চার বছরের শাসনামল যুদ্ধবিগ্রহে কেটে যায়। এ অবস্থায় নবপ্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় কোনাে প্রকার পরিবর্তন ও সংস্কার সাধন করা তার পক্ষে সম্ভব হয়নি। তথাপি তিনি নিজেকে নিরঙ্কুশ ক্ষমতার প্রতীক হিসেবে ‘বাদশাহ' হিসেবে ঘােষণা দেন। জায়গিরদার ব্যবস্থা

Related questions

2,114 questions

2,171 answers

14 comments

41 users

Ask BCS Question এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।

বিগত 30 দিনের জনপ্রিয় প্রশ্ন

Categories

Related questions

...