১.পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিলোমিটার।
৩.পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর: ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কত তারিখে বসানে হয়?
উত্তর: ১০/১২/২০২০ ইং রোজ বৃহস্পতিবার।
৫. পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কয়টার সময় বসানো হয়?
উত্তর: দুপুর ১২ টা ২ মিনিটের সময়।
৬. পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কোন কোন পিলারে উপর বসানো হয়?
উত্তর: ১২ ও ১৩ নং পিলারে উপর।
৭. পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানের নম্বর কত?
উত্তর: টু-এফ।
৮. পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কোন প্রান্তে বসানো হয়?
উত্তর: মাওয়া প্রান্তে।
৯. পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কততম?
উত্তর: ৪১ তম।
১০. পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান স্থাপনের মাধ্যমে কত কি.মি. দৃশ্যমান হয়?
উত্তর: ৬.১৫ কি.মি.।
১১. পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান স্থাপনের মাধ্যমে রাজধানীর সাথে কোন অঞ্চলের সরাসরি যোগাযোগের সড়ক পথ তৈরী হলো?
উত্তর: দক্ষিণ অঞ্চলের।
১২. পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান স্থাপনের মধ্য দিয়ে রাজধানীর সাথে দক্ষিণ অঞ্চলের কয়টি জেলার সরাসরি সড়ক পথ তৈরী হলো?
উত্তর: ২১ টি জেলার।
১৩. পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর: নিচ তলায়।
১৪. পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর: ৩.১৮ কিলোমিটর।
১৫. পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর: দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
১৬. পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর: দুই পাড়ে ১২ কিলোমিটার।
১৭. পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর: ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
১৮. পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর: ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১৯. পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর: প্রায় ৪ হাজার।
২০. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর: ৮১টি।
২১. পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর: ৬০ ফুট।
২২. পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর: ৩৮৩ ফুট।
২৩. প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর: ৬টি।
২৪. পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর: ২৬৪টি।
২৫. নদী শাসনের কাজ করছে?
উত্তর: চীনের সিনো হাইড্র।
২৬. পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর: গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
২৭. পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর: দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
২৮. পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর: ৪২টি।
২৯.পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর: চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
৩০. সেতু নির্মাণ করছে?
উত্তর: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লি.
৩১. কবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
উত্তর: ৭ ডিসেম্বর ২০১৪।
৩২. কতটি জেলার সাথে সংযোগ করবে?
উত্তর: দক্ষিণের ২১ জেলা।
৩৩. সংযোগস্থল?
উত্তর: মাওয়া(মুন্সীগঞ্জ) এবং জাজিরা (শরীয়তপুর)।
৩৪. পদ্মা সেতুর স্প্যান পিলার সংখ্যা কত স্থাপনের তারিখ?
উত্তর: প্রথম স্প্যান ৩০ সেপ্টেম্বর ২০১৭
৪১ তম স্প্যান ১০ ডিসেম্বর ২০২০।
পিলার ৪২ টি স্প্যান ৪১।
১ম স্প্যান বসে ৩৭-৩৮ নং পিলারের উপর
৪১তম স্প্যান বসে ১২-১৩ পিলারের উপর।
৪২. দেশের জিডিপি বাড়াবে কত?
উত্তর: ১.২%।
৪৩. পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে?
উত্তর: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (সেতু বিভাগ)।
৪৪. "চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন" কোম্পানির সঙ্গে চুক্তি সই করে সরকার কবে?
উত্তর: ২০১৪ সালের ১৮ জুন।
৪৫. পৃথিবীর তৃতীয় বৃহত্তর সেতু কোনটি?
উত্তর: পদ্মা সেতু।
৪৬. বিশ্বের গভীরতম পাইলের সেতুর নাম কী?
উত্তর: পদ্মা সেতু।