1 Answer

0 like 0 dislike
by
edited by anonymous

1. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিনসঙ্গী।

2. প্রশ্ন: প্রভাতকুমার এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: ষোড়শী (১৯০৬), গল্পবীথি, (১৯১৬), গল্পাঞ্জলী (১৯১৩), নূতন বউ (১৯২৯)

3. প্রশ্ন: সৈয়দ ওয়ালীউল্লাহ এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: দুই তীর (১৯৬৫), নয়নচারা (১৯৫১)।

4. প্রশ্ন: জহির রায়হান এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: সূর্য গ্রহন (১৯৫৫)।

5. প্রশ্ন: সৈয়দ শামসুল হক এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: আনন্দের মৃত্যু (১৯৬৭), শীতের সকাল (১৯৫৯)।

6. প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: বিন্দুর ছেলে(১৯১৪), ছবি (১৯২০), মেজদিদি (১৯১৫), কাশীনাথ স্বামী ইত্যাদি।

7. প্রশ্ন: শওকত ওসমান এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: জুনু আপা ও অন্যান্য (১৯৫১), প্রস্তর ফলক (১৯৬৪)।

8. প্রশ্ন: অন্নদাশঙ্কর রায় এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: প্রকৃতি পরিহাস (১৯৩৪), মনপবন (১৯৪৬), যৌবন জ্বালা (১৯৫০), কামিনী কাঞ্চন (১৯৫৪);

9. প্রশ্ন: অচিন্ত্য কুমার সেনগুপ্ত এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: টুটা-ফাটা, আকাশ বসন্ত, হাড়ি মুচি ডোম, কাঠ খড় কেরোসিন, চাষাভুষা, ইতি, অধিবাস, একরাত্রি, ডবলডেকার।

10. প্রশ্ন: আবুল মনসুর আহমেদ এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: আয়না (১৯৩৫), ফুড কনফারেন্স (১৯৪০), আসমানী পর্দা (১৯৬৪), গ্যালিভারের সফরনামা।

11. প্রশ্ন: আবুল ফজল এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: মাটির পৃথিবী, মৃত্যুর আত্মহত্যা।

12. প্রশ্ন: আবুল ফজল এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: মাটির পৃথিবী, মৃত্যুর আত্মহত্যা।

13. প্রশ্ন: আকবর হোসেন এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: আলোছায়া (১৯৬৪)

14. প্রশ্ন: আবু রুশদ এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: শাড়ী-বাড়ী- গাড়ী, স্বনির্বাচিত গল্প, প্রথম যৌবন, মহেন্দ্র, মিষ্টান্ন ভান্ডার।

15. প্রশ্ন: আবদুল হক এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: রোকেয়ার নিজের বাড়ী(১৯৬৭)।

16. প্রশ্ন: আবদুস শাকুর এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: এপিটাফ, ক্ষীয়মান,ধস।

17. প্রশ্ন: সরদার জয়েনউদ্দীন এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: নয়ন ঢুলী (১৯৫২), খরস্রোতা (১৯৫৫), অষ্টমপ্রহর (১৯৭৩)।

18. প্রশ্ন: আবু ইসহাক এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: মহপতঙ্গ (১৯৫৩), হারেম (১৯৬২)।

19. প্রশ্ন: শামসুদ্দীন আবুল কালাম গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: ঢেউ (১৯৫৩), পথ জানা নেই (১৯৫৩), শাহের বানু (১৯৫৭)।

20. প্রশ্ন: আলাউদ্দিন আল আজাদ এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: অন্ধকার সিঁড়ি (১৯৫৮), জেগে আছি (১৯৫০), ধানকন্যা (১৯৫১)।

21. প্রশ্ন: আবুল কালাম মঞ্জর মোরশেদ এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: সম্রাজ্ঞীর নাম

22. প্রশ্ন: আহমেদ রফিক এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: অনেক রঙের আকাশ

23. প্রশ্ন: আবদুল গাফফার চৌধুরী এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর।

24. প্রশ্ন: আবদুল মান্নান সৈয়দ এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: সত্যের মত বদমাস, চল যাই পরোক্ষ, মৃত্যুর অধিক লাল ক্ষুধা।

25. প্রশ্ন: আখতারুজ্জমান ইলিয়াস এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: অন্যঘরের অন্যস্বর (১৯৭৬), খোয়ারী (১৯৮২), দুধে ভাতে উৎপাত।

26. প্রশ্ন: ইব্রাহিম খাঁ এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: লক্ষ্মী পেচা, মানুষ।

27. প্রশ্ন: আবুল খায়ের মুসলেহ উদ্দিন এর গল্পগ্রন্থের নাম কি কি ? উ: চিরকুট, ওম শান্তি, শালবনের রাজা, নল খাগড়ার সাপ, নেপথ্য নাটক, নিষিদ্ধ শহর, নির্বাচিত গল্প।

28. প্রশ্ন: আল মাহমুদ এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: পানকৌড়ির রক্ত

29. প্রশ্ন: ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যয় এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: মজার গল্প, ভুত ও মানুষ, কঙ্কাবতী, মুক্তামালা, ফোকলা দিগম্বর, ডমরু চরিত।

30. প্রশ্ন: কাজী নজরুল ইসলাম এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: ব্যথার দান, (১৯২২), রিক্তের বেদন(১৯২৫), শিউলী মালা (১৯৩১)

31. প্রশ্ন: ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যয় এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: রিয়ালিষ্ট (১৯৩০), অন্তঃশীলা (১৯৩৫)।

32. প্রশ্ন: প্রমথ চৌধুরী এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: চার ইয়ারী কথা(১৯১৬), গল্প সংগ্রহ(১৯৪১), আহুতি(১৯১৯), নীল লোহিত (১৯৪১)।

33. প্রশ্ন: প্রেমেন্দ্র মিত্র এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: পঞ্চশর (১৯২৯), বেনামী বন্দর (১৯৩০), পুতুল ও প্রতিমা (১৯৩২), ধূলি ধূসর (১৯৪৩), মৃত্তিকা (১৯৩২), অফুরন্ত (১৯৩৫), মহানগর (১৯৪৩), জলপায়রা (১৯৫৭), নানা রঙে বোনা (১৯৬০)।

34. প্রশ্ন: খালেদা এবিদ চৌধুরী এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: পোড়া মাটির গন্ধ |

35. প্রশ্ন: জসীম উদ্দিন এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: বাঙালির হাসি গল্প |

36. প্রশ্ন: তারাশঙ্কর বন্দোপাধ্যয় এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: রসকলি, জলসাগর, কালাপাহাড়, ডাইনি বাশি, ঘাসের ফুল।

37. প্রশ্ন: বিভূতিভূষণ বন্দোপাধ্যয় এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: মৌরিফুল (১৯৩২), সুলোচনা, মেঘমাল্লার(১৯৩১), যাত্রাদল (১৯৩৪), কিন্নরদল (১৯৩৮), বেনেদীয় ফুলবাড়ী।

38. প্রশ্ন: বলাই চাঁদ মুখোপাধ্যায় এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: বাহুল্য (১৩৫৯ বঙ্গাব্দ), রাণুর কথামালা (১৩৪৮ বঙ্গাব্দ), রাণুর প্রথম ভাগ (১৩৩৪), রাণুর দ্বিতীয় ভাগ (১৩৪৫), রাণুর তৃতীয় ভাগ (১৩৪৭ বঙ্গাব্দ)

39. প্রশ্ন: বুদ্ধদেব বসু এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: অভিনয় (১৯৩০), রেখাচিত্র (১৯৩১), নতুন নেশা, খাতার শেষ পাতা, হৃদয়ের জাগরণ (১৩৬৮ বাঃ), অদৃশ্য শত্রু, ভাসো আমার ভেলা (১৯৬৩) মিসেস গুপ্ত, একটি সকাল ও একটি সন্ধ্যা।

40. প্রশ্ন: সুফিয়া কামাল এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: কেয়ার কাঁটা |

41. প্রশ্ন: হাসান হাফিজুর রহমান এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: আরও দুুটি মৃত্যু।

42. প্রশ্ন: মানিক বন্দোপাধ্যয় এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: সমুদ্রের স্বাদ (১৯৪৩), ফেরীওয়ালা (১৯৫৩) ভেজাল (১৯৪৪), সরীসৃপ (১৯৩৯), হলুদ পোড়া (১৯৪৫), বৌ (১৯৪৩), ছোট বকুল পুরের যাত্রী (১৯৪৯), পাশ ফেল।

43. প্রশ্ন: রাহাত খান এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: দিলুর গল্প, হাজার বছর আগে, সংবাদ, আপেল, ভালমন্দের টাকা, অন্তহীন যাত্রা, অনিশ্চিত লোকালয়।

44. প্রশ্ন: শাহাদত আলী এর গল্পগ্রন্থের নাম কি কি ?

উ: প্রস্তর ফলক, জন্ম যদি তব বঙ্গে, জুনু আপা ও অন্যান্য ।

2,114 questions

2,171 answers

14 comments

41 users

Ask BCS Question এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।

বিগত 30 দিনের জনপ্রিয় প্রশ্ন

Categories

...