বাংলা গদ্যের জনক যতি চিহ্নর জনক- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। তবে বাংলা গদ্যের প্রবর্তক বা পথ প্রদর্শক বা গদ্যের পথিকৃৎ আসলে উইলিয়াম কেরী হবে। কঙ্কিমচন্দ্র হলেন সাহিত্য সম্রাট। তিনি বাংলা সাহিত্যির প্রথম সার্থক উপন্যাসের (দুর্গেশনন্দিনী) রচয়িতা, মাইকেল মদুসুধন দত্ত ছিলেন, অমিত্রাক্ষর ছন্দের জনক, প্রমথ শ্রেষ্ঠ মহাকাব্যের জনক, আধুনিক কবিতার জনক, প্রথম সার্থক ট্যাজেডি নাটকের রচয়িতা , ঈশ্ব রচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের সনেটের জনক বলা হয় ।