পাট এক প্রকার সোনালী আঁশ। এজন্য বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়, পাটের তিনটি ব্যবহার। বাংলাদেশের জন্য একসময় এই প্রধান অর্থকারী ফসল ছিল এই পাট, বৈদেশিক মুদ্রা অর্জনে পাটের এতো বেশি অবদান ছিল যে পাট বাংলাদেশের কাছে স্বর্নের মত ছিল, আর আর আঁশের রং অনেকটা সোনালী, আর এই সব মিলিয়ে পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়।